ইট প্রস্তুতকারী মালিক সমিতির মানববন্ধন

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ৬:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলার ইট প্রস্তুতকারী মালিক, কর্মকর্তা কর্মচারী, শ্রমিকসহ এ শিল্পের আওতাভুক্ত বিশাল জনগোষ্ঠীকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম ইট প্রস্তুতকারী মালিক সমিতি।

চট্টগ্রাম জেলা প্রশাসক মুমিনুর রহমানের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। পরে একই দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন বন্ধনের আয়োজন করে সংগঠনটি। প্রধান সমন্বয়কারী এম এম শাহেদ উল্লাহ জনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি হাজী আব্দুল মালেক, ইট প্রস্তুতকারী মালিক সমিতি, রাউজানের সমন্বয়কারী আজিজুল হক, রাঙ্গুনিয়ার সমন্বয়কারী সিরাজুল ইসলাম চৌধুরী, কর্ণফুলীর সমন্বয়কারী সাইফুল ইসলাম, হাটাজারী সমন্বয়কারী আবিদ হোসেন, চন্দনাইশের সমন্বয়কারী আবদুর রহিম বাদশা।

এসময় বক্তারা বলেন, বিগত কিছুদিন আগে এক আইনজীবী দূষণের অযুহাতে শুধুমাত্র চট্টগ্রাম জেলায় অবস্থিত ইটভাটা বন্ধ করার জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এটা চট্টগ্রামের উন্নয়নকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে। কেননা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অধিকাংশই চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত। ইটভাটা বন্ধ হলে চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ব্যাহত হবে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে গুড়িয়ে দেয়া হলো ২ ইটভাটা
পরবর্তী নিবন্ধরাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু