ইট পাথরের শহর

নাটু বিকাশ বড়ুয়া | বুধবার , ২৯ জুন, ২০২২ at ১১:০১ পূর্বাহ্ণ

ইট পাথরের শহর ছেড়ে
ফিরে যাবো গাঁয়ে
হিমেল বাতাস দোলা জাগায়
চড়বো গিয়ে নায়ে।

কী মনোরম পরিপাটি
ঐ যে আমার গ্রাম
গ্রীষ্মকালে গাছে ধরে
কাঁঠাল আম ও জাম।

পাখির মেলা বিকেল বেলা
সারা বাগান জুড়ে
রৌদ্রকণা ঝিকিমিকি
চিক্‌ চিক্‌ চিক্‌ দূরে।

গোধূলিতে লালচে হয়ে
বিকেল ডাকে ‘আয়’
ধীরে ধীরে সূর্য ডুবে
মেঘের দরজায়।

পূর্ববর্তী নিবন্ধআইসক্রিম পাহাড়
পরবর্তী নিবন্ধবাক বাকুম পায়রা