ইউসিটিসির শিক্ষার্থীদের মিলনমেলা

| শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৯:২৪ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ের উদ্যোগে ‘ইউসিটিসি ডে’ গতকাল বাকলিয়াস্থ কে.বি. কনভেনশন হলে আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ।

প্রধান অতিথি ছিলেন বুয়েটের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন প্রফেসর ড. কায়কোবাদ।

প্রধান অতিথি তার বক্তব্যে ইউসিটিসির প্রশংসা করে বলেন, এই বিশ্ববিদ্যালয় এ অঞ্চলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কর্ম কমিশনের প্রাক্তন সদস্য কাজী সালাহউদ্দিন আকবর।

সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও ইউসিটিসির উপদেষ্টা প্রফেসর ড. এম.এ সামাদ ও স্কুল অব বিজনেসের ডিন ও ইউসিটিসির উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। ট্রেজারার আহমেদ শরীফ তালুকদার সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

দিনব্যাপী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে এবং তাদের মিলনমেলায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন ছিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবলিক হেলথ বিভাগের প্রভাষক মোহাম্মদ ইনজামামুল হক ও ইংরেজী বিভাগের প্রভাষক উম্মে নেহের সাহাব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসকল ধর্মের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার
পরবর্তী নিবন্ধচবি পদার্থবিদ্যা প্রাক্তন ছাত্র সমিতির পুনর্মিলনী