সকল ধর্মের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার

রাঙ্গুনিয়ায় বীর বাহাদুর

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৯:২৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান সরকার সকল ধর্মের কল্যাণে কাজ করে। মুসলিমদের পাশাপাশি এই সরকার হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। আমরা প্রবারণা পূর্ণিমা, বিজু, ওয়া, বর্ষাবাস বিনাবাধায় করতে পারি। সকলে নিজ নিজ ধর্ম উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে পারে। বঙ্গবন্ধুর স্বপ্নের এই অসাম্প্রদায়িক দেশ গড়েছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল শুক্রবার রাঙ্গুনিয়ায় সোনাইছড়ি রাজ বিহার মাঠে বিহারের অধ্যক্ষ সুনন্দ স্থবিরের মহাস্থবির বরণোৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

দুইদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনের ২য় পর্বে সভাপতিত্ব করেন সংঘরাজ ভিক্ষু মহাসভার ড. জ্ঞানশ্রী মহাথেরো। উদ্বোধক ছিলেন ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাথেরো।

প্রধান ধর্মদেশক ছিলেন প্রফেসর ড. জিনবোধি মহাথেরো। বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গণশিক্ষা প্রাথমিক অধিদপ্তরের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী, আকতার হোসেন খান, ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন, কাউন্সিলর আবুল কাশেম, মোহাম্মদ সেলিম, মো. ইলিয়াস তালুকদার, সুমঙ্গল মহাথেরো প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আবৃত্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধইউসিটিসির শিক্ষার্থীদের মিলনমেলা