ইউসিটিসির একাডেমিক কাউন্সিল

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ১০:১৬ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ের (ইউসিটিসি) সম্মেলন কক্ষে একাডেমিক কাউন্সিলের ৯ম সভা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউসিটিসির রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব সালাহউদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান, বুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, চুয়েটের মেকাট্রোনিঙ ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন, ইউসিটিসির স্কুল অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডীন অধ্যাপক ড. এম আব্দুস সামাদ, ইউসিটিসির স্কুল অব বিজনেসের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক এম.এম. মোশারফ হোসেন, ব্যবসায় অনুষদের সহকারী অধ্যাপক ড. মো. আকতার উদ্দিন, এস.এম. বেলাল নূর আজিজি সহ একাডেমিক কাউন্সিলের অন্যান্য সকল সদস্য। পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. ওসমান। শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ইউসিটিসির চলমান কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

সভায় বিগত সভার কার্যবিবরণী নিশ্চয়ণ, পবিত্র রমজান মাসের অফিস সময়সূচি ও ক্লাশ রুটিন নির্ধারণ, স্প্রিং২০২৩ পাঠ্যক্রম কমিটির অনুমোদন সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশের বরমায় একেএম মন্নানের মৃত্যুবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধমিনহাজ-উল-কুরআন ফাউন্ডেশন কর্ণফুলী উপজেলার সভা