ইউপি সদস্যকে ২ লাখ টাকা অর্থদণ্ড

চরম্বায় অবৈধভাবে বালু উত্তোলন

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ জুন, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চরম্বায় অবৈধভাবে বালু উত্তোলন করায় জসিম উদ্দিন (৪০) নামে এক ইউপি সদস্যকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও একই ওয়ার্ডের কাজির পাড়ার সামশুল ইসলামের পুত্র।

গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাজির পাড়ায় ও ১নং ওয়ার্ডের জামছড়ি খালে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে উত্তোলিত ৪২ হাজার ঘনফুট বালু জব্দ ও বালু উত্তোলনের ৩টি মেশিন নিস্ক্রিয় করে দেয়া হয়। কাজির পাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে জসিম উদ্দিনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআদিবাসী দ্রৌপদী বিজেপির রাষ্ট্রপতি প্রার্থী
পরবর্তী নিবন্ধবাস চালকদের কাছে লোভনীয় রুট কক্সবাজার