ইউপিডিএফের ব্যারাক, ডিউটি পোস্ট ও অস্ত্রাগার ধ্বংস

দীঘিনালায় সেনা অভিযান

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ব্যারাক, ডিউটি পোস্ট ও অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ‘শুক্রবার ভোর ৫টায় উপজেলার জারুলছড়ি এলাকায় ইউপিডিএফ (প্রসীত) এর গোপন আস্তানায় সেনাবাহিনীর দীঘিনালা জোনের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। সংগঠনটি এলাকায় অস্থায়ী ঘাঁটি গড়ে তুলে আধিপত্য বিস্তার ও প্রশিক্ষণের ব্যবস্থা করছে- এমন খবরে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে প্রশিক্ষণ ক্যাম্প থেকে লোকজন পালিয়ে যায়।’ এ সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলেও জানানো হয়। পরে ক্যাম্প থেকে ইউনিফর্ম, ২ টি এলএমজি ওয়াই স্টিক উদ্ধার এবং চারটি ব্যারাক ও দুইটি ডিউটি পোস্ট ও অস্ত্রাগার ধ্বংস করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে লেগুনা
পরবর্তী নিবন্ধদুই সন্তানকে বাঁচিয়ে চলে গেলেন মা