ইউক্রেনে ১৩ শিশুসহ অন্তত ১৩৬ জন নিহত : জাতিসংঘ

| বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ১১:২৫ পূর্বাহ্ণ

রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে এ পর্যন্ত ১৩ শিশুসহ অন্তত ১৩৬ জন নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর দুই পক্ষের লড়াই গতকাল সপ্তম দিনে গড়িয়েছে। লড়াইয়ে এ পর্যন্ত প্রায় ৪০০ মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। খবর বিডিনিউজের।
কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার লিজ থ্রসেল বলেছেন, হতাহতের প্রকৃত সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি হবে। তিনি জানান, অধিকাংশ হতাহতের ঘটনাই কামানের গোলা, বিমান হামলা ও অন্যান্য বড় ধরনের বিস্ফোরণের কারণে হয়েছে। তবে ইউক্রেনের সরকারের প্রকাশিত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। তাদের হিসাবে এ পর্যন্ত ৩৫২ জন বেসামরিক নিহত ও ১৬৮৪ জন আহত হয়েছে। গতকাল রাশিয়ার ছাত্রীসেনারা অবরুদ্ধ দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে নেমে আক্রমণ চালানো শুরু করেছে বলে ইউক্রেইনের সামরিক বাহিনী জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধলে তা হবে পারমাণবিক যুদ্ধ : লাভরভ
পরবর্তী নিবন্ধরুশ বিমান বাহিনীর হলটা কী! ধাঁধাঁয় যুক্তরাষ্ট্র