ইউক্রেনে রুশসেনার যাবজ্জীবন কারাদণ্ড

| মঙ্গলবার , ২৪ মে, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর যুদ্ধাপরাধের প্রথম বিচারে দেশটির এক সেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইউক্রেনের এক আদালত। ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী দেশটিতে মস্কো কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু হওয়ার পর রাশিয়ার ২১ বছর বয়সী ট্যাঙ্ক কমান্ডার ভাদিম শিশিমারিন ইউক্রেনের নিরস্ত্র এক বেসামরিককে গুলি করে হত্যা করেছিলেন বলে অভিযোগ।

শিশিমারিন ৬২ বছর বয়সী ওলেকসান্দার শেলিপভকে হত্যার কথা স্বীকার করেছেন। ২৮ ফেব্রুয়ারি ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় গ্রাম চুপাহিভকায় শেলিপভকে গুলি করার আদেশ তিনি পালন করেছিলেন বলে আদালতকে জানিয়েছেন শিশিমারিন। খবর বিডিনিউজের।

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আদালতে শুনানি চলাকালে একটি কাচের খাঁচায় বসে আছেন ২১ বছর বয়সী রুশ সেনা ভাদিম শিশিমারিন। সোমবার বিচারক সেরহি আহাফোনভ জানান, শিশিমারিন উচ্চ পদস্থ এক সেনার ‘অপরাধমূলক আদেশে’ একটি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে ওই ইউক্রেনীয় নাগরিকের মাথায় বেশ কয়েকটি গুলি করেন।

পূর্ববর্তী নিবন্ধপেট্রোল নেই, ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে পারলেন না বাবা
পরবর্তী নিবন্ধনাগরিকদের জন্য ১৬ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা সৌদি আরবের