ইউএসটিসিতে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার

| রবিবার , ২২ মে, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

ইউএসটিসির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ গত ১৯ মে বিশ্ববিদ্যালয়ের ডি ব্লক ক্যাম্পাসে ‘মানি-ম্যাটারর্স (মানি ম্যাটারর্স)’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির চেয়ারম্যান ড. সৈয়দ আলী ফজল।

প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহীত উল আলম। স্বাগত বক্তব্য দেন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যা শাহিনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শেক্সপীয়ার আমাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন। প্রধান বক্তা বলেন, কিভাবে ‘টাকা’ শেক্সপীয়ারের সাহিত্যকর্মে প্রতিফলিত হয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন। এরপর প্রশ্নত্তোর পর্ব অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওপিএর ঈদ পুনর্মিলনী উৎসব
পরবর্তী নিবন্ধশিক্ষা ছাড়া প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকা যাবে না : শিক্ষা উপমন্ত্রী