ইংরেজিতে লেখা সাইনবোর্ডে কালি দিল চসিক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:০৬ অপরাহ্ণ

বাংলা হরফের পরিবর্তে ইংরেজিতে লেখায় নগরের কাজীর দেউড়িতে একটি দোকানের সাইনবোর্ডে কালি লাগিয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। ‘এলিগেন্ট সিরামিক’ নামে দোকনটিকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়।

আজ মঙ্গলবার (১ ফেব্রয়ারি) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিক-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

একই অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন-বিক্রয় এবং স্বাস্থ্যবিধি না মানায় বহাদ্দারহাটের তিনটি রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

সেগুলোর মধ্যে কাশবন রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং ওয়েমপি ক্যাফেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, “সাইনবোর্র্ডে বাংলায় না লেখা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন-বিক্রি এবং করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ ভঙ্গ ও টিকা সনদ ছাড়া গ্রাহকদের খাবার পরিবেশনের দায়ে চারটি দোকানকে জরিমানা করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ট্রাক চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রের
পরবর্তী নিবন্ধচট্টগ্রামকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে বরিশাল