আহমদিয়া পাড়া জনকল্যাণ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি

| শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৭:০৪ পূর্বাহ্ণ

আহমদিয়া পাড়া জনকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুজিবুর রহমান বাঙালি, মোহাম্মদ সেলাইমান, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ জাকির হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হাজী শামসুল আলম, নুরুল আলম, সংগঠনের সাবেক সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম মুন্না, সাবেক সভাপতি হুমায়ন রশিদ মাসুদ, মুহাম্মদ ওসমান, ইলিয়াস প্রমুখ।
এতে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের কোন বিকল্প নেই, যত বেশি চারা রোপণ করা যাবে ততবেশি পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। শুধু চারা রোপণ করলে হবে না এগুলো সামাজিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। বক্তারা আরো বলেন, আহমদিয়া পাড়া জনকল্যাণ সংস্থা একটি ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন, এই সংগঠন শিক্ষা, পরিবেশ রক্ষা, মাদক বিরোধী আন্দোলন সহ নানান উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখে। আলোচনা সভা শেষে চারা রোপণ ও স্থানীয়দের মাঝে চারা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু এ মাসেই : মন্ত্রী
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ বিতরণ ১৮ জুলাই থেকে