আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্‌ চট্টগ্রামে আসছেন আজ

| শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৭:৪২ পূর্বাহ্ণ

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পবিত্র পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) জশ্‌নে জুলুছের জন্য আাওলাদে রাসূল আল্ল্ল্ল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্‌ (মাজিআ) ও তাঁর সফরসঙ্গী আাল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মাজিআ) ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ (মাজিআ) আজ শুক্রবার রাতে চটগ্রামে আাগমন করবেন। পরে হুজুর কেবলায়ে আলম ও তাঁর সফরসঙ্গী মোটর শোভাযাত্রাসহ শাহ্‌ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আলমগীর খানকাহ্‌-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় পৌঁছাবেন এবং আলমগীর খানকাহ্‌ শরীফে অনুষ্ঠিতব্য পবিত্র গেয়ারভী শরীফে অংশগ্রহণ করবেন। কাল শনিবার হুজুর কেবলায়ে আলমের ইমামতিতে নামাজে ফজর, যোহর, আছর, মাগরিব ও এশা উক্ত খানকাহ্‌ শরীফে অনুষ্ঠিত হবে।
এদিকে আজ শুক্রবার হুজুর কেবলায়ে আলমের খেতাবতে নামাজে জুমা মোহাম্মদপুরস্থ মসজিদ-এ-তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হবে। আল্ল্ল্ল্লাহ-রাসূল ও হযরাতে মাশায়েখ কেরামের সন্তষ্টি অর্জণের লক্ষ্যে চট্টগ্রামের জশ্‌নে জুলুছে ও নামাজে জুমাসহ অন্যান্য নামাজে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন ও সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন উম্মতে মুহাম্মাদী ও সিলসিলার আশেকানবৃন্দকে আহবান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরুবেলের সাথে যোগাযোগ বন্ধ পরিবারের
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১১