আর বাড়ি ফেরা হলো না মোস্তাকের

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ১০:০২ পূর্বাহ্ণ

এক মাস পর সামনের জানুয়ারিতে দেশে ফেরার কথা ছিল মোস্তাকুর রহমান চৌধুরীর (৫২)। স্বজনদের হাসিমুখ দেখবেন বলে ১০ বছর ধরে জীবিকার তাগিদে ছিলেন মধ্যপ্রাচ্যের ওমানে। প্রিয়জনের হাসিমুখ দেখার স্বপ্ন আর বাস্তবে রূপ পেল না।

ওমানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মোস্তাক। গত সোমবার রাতে ওমানে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। তিনি আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ফুলগাজী চৌধুরী বাড়ির মরহুম মুজিবুর রহমান চৌধুরীর তৃতীয় পুত্র।

নিহতের চাচাতো ভাই শরফুদ্দিন জানায়, গত দশ বছর আগে তার চাচাতো ভাই মোস্তাকুর রহমান চৌধুরী জীবন জীবিকার সন্ধ্যানে পরিবারে স্ত্রী সাইফুন নাহার বেগম, ২ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে ওমানে পাড়ি দেন। এ সময় তাঁর কনিষ্ট কন্যা মোস্তারিন রহমান তাসমিন এর বয়স ছিল দুই বছর।

আগামী জানুয়ারীর মাঝামাঝি তিনি বাড়ি আসার কথা ছিল। কিন্তু গত সোমবার রাতে মোস্তাকুর রহমান চৌধুরী ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। তিনি আরো বলেন, হযতো দুই এক দিনের মধ্যে তাঁর মৃত দেহ বাড়ি আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের বিরুদ্ধে চার ফৌজদারি অভিযোগ
পরবর্তী নিবন্ধবাড়ছে শীত, বাড়ছে পর্যটক