আরেকটি পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে সরকার

কম্বল বিতরণকালে ডা. শাহাদাত

| বুধবার , ২ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার ইসি গঠনের মাধ্যমে আরেকটি পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে। এই অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন অপকৌশল গ্রহণ করছে। ইসিতে নিজেদের লোক বসানোর জন্য আইন করছে। যতক্ষণ না পর্যন্ত নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই দেশে, এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরেপেক্ষ হবে না। আগে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তারপর সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে জনগণ সেই নির্বাচন মেনে নিবে। এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
গতকাল মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সরকার দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দুর্নীতি-দুঃশাসনের কারণে আজ দেশের অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছে। এই দুর্নীতিবাজ সরকারের পতনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি হাসান রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এন মোহাম্মদ রিমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, কামরুল ইসলাম, জাহেদুল করিম কচি, এম এ হাশেম রাজু, মনজুর আলম, জাকির হোসেন, মো. সেকান্দর হোসেন। আরো উপস্থিত ছিলেন জসিম উদ্দিন মিন্টু, মো. ফরিদ উদ্দিন, মফিজউল্লাহ, আসাদুর রহমান টিপু, ফাহাদ উদ্দিন জনি, মিজানুর রহমান মোস্তফা, গোলাম শফি দুলু, আলিফ উদ্দিন রুবেল, সাখাওয়াত হোসেন, শাহীন হায়াত, মোহাম্মদ কুতুবউদ্দিন নয়ন, মো. হেলাল উদ্দিন, রাসেদুল ইসলাম রাসুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনা মহামারী ২য় সিএমএসএমই ট্রেড ফেয়ার স্থগিত
পরবর্তী নিবন্ধচকরিয়ায় সুবিধা বঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান