আরাধ্য

শুক্লা ইফতেখার | শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:০৬ পূর্বাহ্ণ

না, না, আমি তোমার কাছ থেকে সরে আসিনি-
আমার দৃষ্টিপথের বাঁক বদল হয়েছে মাত্র।
তুমি হয়তো বোঝনি কিংবা ভুল বুঝেছো।
তুমি কি জানো না
পরাগ ও পুষ্পের মিলনকামিতার মুকুরে
আমি তোমাকে দেখি?
শ্রাবণজলের কাছে মাটির চুম্বন-ইচ্ছার ভেতর
আমি তোমাকে বুঝি?
আমি শুধু আমার আরাধ্য অভিব্যক্তিটুকু খুঁজে পাই না-
শুধু বাঁক বদল হতে থাকে।

পূর্ববর্তী নিবন্ধবায়ু দূষণ বিশ্বে ২৫ শতাংশ হৃদরোগ জনিত মৃত্যুর কারণ
পরবর্তী নিবন্ধক্ষতচিহ্ন