‘আমি কিংবদন্তির কথা বলছি’

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৭:০০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদ নানা আয়োজন করেছে। ২২ মার্চ বিকাল চারটা থেকে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আয়োজনের মধ্যে ছিল শিশুকিশোরদের অংশগ্রহণে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা। সন্ধ্যা ৭টায় শুরু হয় গান, নৃত্য ও আবৃত্তির অনুষ্ঠান ‘আমি কিংবদন্তির কথা বলছি’। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, কবি আসিফ নুর, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ সভাপতি কবি গবেষক মানিক বৈরাগী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির মোবারক। সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি খোরশেদ আলম।

বিকালে প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সত্যপ্রিয় চৌধুরী দোলন, বিশিষ্ট আবৃত্তি শিল্পী পরেশ কান্তি দে, শামীম আকতার ও অতনু দাশ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ সাধারণ সম্পাদক সায়ন্তন ভট্টাচার্য্য। পরে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধ‘বিদেশ’র শুটিংয়ে বঙ্গোপসাগরে এক সপ্তাহ
পরবর্তী নিবন্ধপ্রথমবার একসঙ্গে বাংলার দুই দেবী!