আমার বাবা

স্বপন শর্মা | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:২৯ পূর্বাহ্ণ

বাবা আমার স্বর্গবাসী
মর্ত্যে আমি একা-
বাস্তবে ঠিক পাইনা তাকে
স্বপ্নতে হয় দেখা।

স্বপ্ন বলতে স্মৃতিগুলো
বাবা এবং আমি-
অতীতকালের সকল সময়
সব থেকে আজ দামি।

বাবার হাতের আঙ্গুল ধরে
যখন শিখি হাঁটা
তিনি প্রথম হাত নাড়িয়ে
বলতে শেখায় টাটা।

বাবার চোখে প্রথম আমি
বিশ্বটাকে দেখি-
তাঁকে ছাড়া ভীষণ ফাঁকা
সে সব স্মৃতি লেখি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ৪ হাজার ইয়াবাসহ আটক ৪
পরবর্তী নিবন্ধপ্রিয় বাবা