আমার অন্তঃসারশূন্যতা

মুশফিকুর রহমান ইমন | সোমবার , ১০ জানুয়ারি, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

এই যে প্রতিদিন নিয়ম করে ঘুম থেকে উঠছি আবার এতো আয়োজন করে ঘুমাতে যাচ্ছি। এই দুইয়ের মাঝখানে যে সময়টা আমি যাপন করছি সেটি আদতে কোনো ‘জীবন’ কিনা আমার জানা নেই। যান্ত্রিকতার এই শহরে প্রতিনিয়ত ছুঁটে চলেছি অদ্ভুত এক ইদুর দৌঁড়ে যেখানে নিজের মানসিক শান্তিকে কবর দিয়ে নিত্য রচনা করে চলেছি ব্যর্থতার মহাকাব্য। প্রতিদিন কী ভীষণ প্রতিযোগিতার বিষাক্ততায় আক্রান্ত করছি নিজের মস্তিষ্ক ও হৃদয়কে। শহরের অলিগলিতে ঘুরে ফিরে নিত্য নতুন অভিজ্ঞতা কিংবা জীবনবোধ সবকিছুই একটা সময় ভীষণ ঠুনকো তাসের ঘরের মতো লাগে যেন স্পর্শ করলেই আরেকটি ধ্বংসযজ্ঞ ঘটে যাবে। সংগ্রামের গল্প বেঁচে জীবিকা নির্বাহ করতে করতে একটা সময় হয়তো আমি নিজের ভেতরটার অন্তঃসারশূন্যতা ধরে ফেলি।
এই শহরের প্রত্যেকটা মানুষের একেকটা সংগ্রামের গল্প আছে। কেউ একজন হয়তো অন্ধকার রুমে বালিশ ভেজাচ্ছে কোনো এক না পাওয়া বেদনার স্মৃতিটাকে ভুলতে। কেউ সব পেয়েও আরেকটু ভালো পাওয়ার আশায় হাসফাস করছে, তবুও মানুষের কি দুর্নিবার আগ্রহ হারিয়ে ফেলা জিনিসটাকে পাওয়ার, খোঁজার! হাল ছেড়ে দিয়ে ভীষণ অভিমান নিয়ে অনেকটা পথ অতিক্রম করেও সে আবার ফিরে আসে একটা শেষ চেষ্টা চালাতে। হয়তো ব্যর্থতা তার রক্তে মিশে গেছে কিন্তু তবুও সে এটার নেশাতেই বুদ হয়ে বসে থাকবে। ব্যর্থতার এই দুর্গম পথে এখন সে দক্ষ অভিযাত্রী।
লেখক : শিক্ষার্থী

পূর্ববর্তী নিবন্ধতালজাঙ্গা ইউপি ভবনের বেহাল দশা!
পরবর্তী নিবন্ধসাদার্ন ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের ৩য় আন্তর্জাতিক সম্মেলন