সাদার্ন ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের ৩য় আন্তর্জাতিক সম্মেলন

| সোমবার , ১০ জানুয়ারি, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের পুরকৌশল বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দুদিনব্যাপী ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (আইসিআরআইসিই)’ শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে অনলাইন প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও কনফারেন্সের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন উপ-উপাচার্য এম মহিউদ্দিন চৌধুরী এবং উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান। সম্মেলনের ১ম দিনের কি-নোট স্পিকার হিসেবে আর্থকোয়াক রিস্ক ইন বাংলাদেশ বিষয়ের উপর অনলাইনে প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রামের (ইউএসটিসি) উপাচার্য অধ্যাপক ড.জাহাঙ্গীর আলম এবং ২য় কি-নোট সেশনে পটেনশিয়াল এপ্লিকেশন অব ক্লাইমেট ফোরকাস্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আমিরিকার পানি ও জলবায়ু বিষয়ক গবেষক ড. মো. রাশেদ চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মইনুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমার অন্তঃসারশূন্যতা
পরবর্তী নিবন্ধআমার যত বিশুদ্ধ ভাবনা