আমাদের সে একটাই আঙুল ছিল
যেমন দেখাতো দিক নির্দেশনা স্বাধীন হবার
শোষককে শাসাতো তেমনি সভাতে স্লোগানে
এ আঙুল খুব ভোরে আমাদের ইশারা জাগাতো
আমাদের সে একটাই আঙুল ছিল
এ আঙুলে স্বপ্ন এসে প্রতিদিন
খেলতো বিকেল বেলা
জনতাকে ভাতের লোকমা তুলে
দিয়েছিল পরম মমতা মেখে
এ আঙুল ভোরের হাওয়ায়
এ আঙুল কারাগারে রচে গেছে কতো রোজনামচা
কতো ভাষণের রং লেগে আছে এ আঙুলে
আমাদের সে একটাই আঙুল ছিল
সে আঙুলে বিজয়ের গল্প লেখা হয়
বাংলার ঘরে ঘরে এ আঙুল দূর্গ গড়ে তোলে
আঙুলের ভেতরেই যেন সে দুটি চোখের উজ্জ্বলতা
আঙুল ঘোষণা দেয় ‘দাবাইয়া রাখতে পারবা না’
আমাদের সে একটাই আঙুল
যারা ভাঙে তারা তো জানে না
এ আঙুল হৃদয়ে প্রোথিত
এ আঙুলে আজদাহা তুলতে পারে ফণা
আমাদের সে একটাই আঙুল
এদেশের জাগ্রত চেতনা