আমাদের উদ্দেশ্য জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা

উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৪৯ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার বলেছেন, প্রতিটি বিশ্বদ্যিালয়ের উদ্দেশ্য হল শিক্ষা সমপ্রসারণের মাধ্যমে জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও এর বাইরে নয়। এই বিশ্ববিদ্যালয় জন্মলগ্ন থেকে জ্ঞান ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য শিক্ষা সমপ্রসারণ প্রক্রিয়া চালিয়ে আসছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে শিক্ষার্থীদের দেশ ও জনগণের প্রতি দায়িত্ববোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলা এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম উদ্দেশ্য। নিজেদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কীভাবে নেতৃত্ব দেয়া যায় সেই শিক্ষা দানে এই বিশ্ববিদ্যালয় বদ্ধ পরিকর। তিনি বলেন, “উচ্চ শিক্ষার উৎকর্ষ অর্জন’’ স্লোগান নিয়ে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুধু শিক্ষার্থীদের বিদ্যায়তনিক পাঠের ওপরই গুরুত্ব দেয় না, একই সাথে সাংস্কৃতিক ও ক্রীড়ামনস্ক মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয় পরিচালিত বিতর্ক ক্লাব, স্পোর্টস ক্লাব, সাংস্কৃতিক ফোরাম, রোবোটিক্স ক্লাবসহ অন্যান্য ক্লাব ফোরাম এর উদাহরণ। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইতোমধ্যে স্থান করে নিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। কানাডার দ্য নোবেল ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল পিস, ফিলিপাইনের প্যানপ্যাসিফিক ইউনিভার্সিটি ও লাইসিয়াম অব দ্য ফিলিপাইনস ইউনিভার্সিটি, চীনের নানস্যাং ইউনিভার্সিটি, ভারতের কলিঙ্গ ইনস্টিটিউট অব ইনডাস্ট্রিয়াল টেকনোলজি, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, রোমানিয়ার দানুবিয়াস ইউনিভার্সিটি অব গালাটি, অস্ট্রেলিয়ার ক্রাউন ইনস্টিটিউট অব হাইয়ার এডুকেশনসহ বিদেশি স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে রয়েছে সমঝোতা স্মারক। এছাড়া এই বিশ্ববিদ্যালয় অর্জন করেছে অস্ট্রেলিয়া একাডেমি অব বিজনেস লিডারশীপের আজীবন সদস্য সম্মান। একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামের ওপরেও বিশেষ গুরুত্ব দেয়া হয় এসব সমঝোতা স্মারকের মাধ্যমে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত অত্যাধুনিক ক্লাসরুম, ডিজিটাল লাইব্রেরি, অত্যাধুনিক গবেষণাগার, কমনরুম ও খেলাধুলার সুযোগসহ শিক্ষাবান্ধব বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে বলেও জানান উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আনোয়ার।

পূর্ববর্তী নিবন্ধজশনে জুলছে ঈদে মিলাদুন্নবী (দ.) মিডিয়া উপকমিটির সভা
পরবর্তী নিবন্ধউচ্চ শিক্ষার আলো ছড়াচ্ছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি