আমদানির খবরে ৯০ টাকার পেঁয়াজ ৬০ টাকা হয় কিভাবে

খাতুনগঞ্জের ব্যবসায়ীদের উদ্দেশ্যে সুজন

| মঙ্গলবার , ৬ জুন, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

ভারত থেকে আমদানির খবরে রাতারাতি ৯০ টাকার পেঁয়াজ ৬০ টাকা হয় কিভাবে? খাতুনগঞ্জে গণপ্রচারণায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে এ প্রশ্ন রাখলেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার সকালে আদা, পেঁয়াজ, তেল ও চিনির দাম বৃদ্ধির কারণ জানতে খাতুনগঞ্জে গেলে ব্যবসায়ীদের উদ্দেশ্যে এ প্রশ্ন রাখেন তিনি।

এ সময় সুজন বলেন, আমরা বারবার অভিযোগ করে আসছিলাম বাজারে কারসাজির সাথে কতিপয় অসাধু ব্যবসায়ী সরাসরি যুক্ত এবং তা আজ প্রমাণিত। কারণ গতকালই সিদ্ধান্ত হয় যে আজ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে কৃষি মন্ত্রণালয়। দুঃখজনক হলেও সত্যি যে, গুদামজাত করে যে পেঁয়াজের প্রতি কেজি দাম ৯০ টাকা কিংবা ৯৫ টাকা আদায় করা হয়েছে সেই একই পেঁয়াজই এখন ৬০ টাকা করে বিক্রয় করা হচ্ছে। রাতের মধ্যে প্রতি কেজি পেঁয়াজে ৩০ টাকা কমে যাওয়া অবিশ্বাস্য বলে উল্লেখ করেন তিনি। সরকার প্রান্তিক কৃষকের স্বার্থ বিবেচনা করে এতোদিন পেঁয়াজ আমদানির অনুমতি দেননি। কিন্তু প্রান্তিক কৃষকদের কাছে আজ কোন পেঁয়াজ নেই। সব পেঁয়াজ সিন্ডিকেট করে কিনে নেওয়া হয়েছে। এবং তাদের চাহিদাকৃত দামে ব্যবসায়ীদের বাধ্য করা হচ্ছে। তিনি বলেন, এভাবে সিন্ডিকেট করে প্রতিটি ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি করে জনগণকে অহেতুক কষ্ট দেওয়া হচ্ছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, রুহুল আমিন তপন, সদস্য সচিব হাজী মো. হোসেন, মো. তাহের, মো. শাহজাহান, মো. সেলিম, জানে আলম, সাহেদ বশর, মো. বাবলু, শহীদুল আলম লিটন, মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহমেদ ইমু, সাজ্জাদ হাসান মনু, মনিরুল হক মুন্না, আশীষ সরকার নয়ন, আবুল কালাম, ফরহাদ বিন জামাল শুভ, মো. বাবু, লক্ষণ দাশ, অংকন শীল, শহিদুল নেওয়াজ, আতিক হাসান, অসিত দেব হৃদয়, মো. ইমতিয়াজ, আরাফাত রহমান প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে আগুনে পুড়েছে ৮ বসতঘর
পরবর্তী নিবন্ধদুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান