আব্দুল মালেক শাহ স্মরণে ছুফি বৈঠক

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ১০:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মৌলানা ছৈয়দ আব্দুল মালেক শাহ রাহে ভান্ডারী (ক.) স্মরণে মাসিক ছুফি বৈঠক গত বৃহস্পতিবার দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তকরির পেশ করেন রাহে ভাণ্ডার তরিকার পীর দরবারের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। পরে দরুদ-কিয়াম ও ছামা মাহফিলের আয়োজন করা হয়। সবশেষে দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ বলেন, মানুষ তার উত্তম ব্যবহার ও চরিত্র দ্বারা পরিবারসহ সমাজকে অলোকিত করে থাকে। যে সুন্দর চরিত্রের প্রতিচ্ছবি দেখা যায় নবী করিম (দ.) এর জীবনে। তিনি আরও বলেন, যার চরিত্র যত বেশি উন্নত, তরিকতে সে তত বেশি মূল্যবান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদ চর্চা ছড়িয়ে দিতে হবে
পরবর্তী নিবন্ধমওলানা সৈয়দ সামশুল হুদা মাইজভাণ্ডারীর ৪৩তম ওরশ ১৫ জানুয়ারি