আবদুস সাত্তার চৌধুরীর স্মরণ সভা

| রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৯:৩৭ পূর্বাহ্ণ

হাটহাজারী কলেজ সরকারিকরণে আবদুস সাত্তার চৌধুরীর অবদান এলাকাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জীবনে তিনি ন্যায় নীতির সাথে দায়িত্ব পালন করে গেছেন। হাটহাজারী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সাওার চৌধুরীর স্মরণসভায় বক্তরা এসব কথা বলেন। গত ৫ মার্চ বাদ মাগরিব সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এ স্মরণসভা আয়োজন করা হয়।
এতে সংগঠনের চট্টগ্রাম বিভাগের সভাপতি ড. মো. মোজাহেরুল আলমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ ও মহিলা সম্পাদিকা ফজিলাতুন্নিছা ডলির উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাসকশিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি আতাউর রহমান। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. এম আহামদ আলী মল্লিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাসকশিপ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইছহাক। আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, প্রভাষক নুরুল আজম, তাজুল ইসলাম চৌধুরী, প্রভাষক মিল্টন রায় চৌধুরী, প্রভাষক এ এস এম আতাউর রহমান, সহকারী অধ্যাপক অসীম চৌধুরী, প্রভাষক সজীব কুমার সেন, জাবেদ হোসেন টিপু, আমিনুল করিম, মরহুমের পরিবারের পক্ষে মো. নুরুল ইসলাম, মো. হোসেন, পুত্র আবির মাহমুদ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেঘনা পেট্রোলিয়ামের এজিএমে লভ্যাংশ অনুমোদন
পরবর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে সিপিবির লাল পতাকা মিছিল