প্রতিষ্ঠাবার্ষিকীতে সিপিবির লাল পতাকা মিছিল

| রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৯:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সিপিবি চট্টগ্রাম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি আবদুল নবী। বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য মছি উদ দৌলা, মো. জাহাঙ্গীর, উত্তম চৌধুরী, নুরুচ্ছাফা ভূঁইয়া, অমৃত বড়ুয়া, জেলা কমিটির সদস্য রেখা চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, দিলীপ নাথ, রাহাত উল্লাহ জাহিদ, আবু তাহের, শওকত আলী, সেহাব উদ্দিন সাইফু ও শিমুল ধর।
বক্তারা বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াই, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনসহ সকল আন্দোলন-সংগ্রামে সিপিবি অনন্য ভূমিকা পালন করেছে। বর্তমান আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধেও সিপিবি সাহস ও দৃঢ়তার সঙ্গে সংগ্রাম করে চলেছে। আমাদের সংগ্রাম গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার করে দেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনা। দেশ ও জাতির কাঙ্ক্ষিত মুক্তির জন্য সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধনে সিপিবির সংগ্রাম অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুস সাত্তার চৌধুরীর স্মরণ সভা
পরবর্তী নিবন্ধসাধারণে অসাধারণ জিয়া খন্দকার