আবদুল মাবুদ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

আলহাজ্ব আবদুল মাবুদ সওদাগরের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল বাঁশখালীর পুকুরিয়া চাঁনপুর কাদেরিয়া হোসাইনিয়া রশিদিয়া দারুল উলুম সিনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। আলহাজ্ব আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুম্ভ মেলা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরী, প্রধান বক্তা ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন (পিপিএম)। আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহর সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সোলাইমান, কবীর আহমদ, নিরাঞ্জন জলদাশ, অধ্যাপক আজিজুর রহমান, অধ্যক্ষ হাফেজ আহমদ, ঋষিকুম্ভ মেলা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বরুণ দাশ, পৌরসভার কাউন্সিলর রোজিয়া সুলতানা রোজি, ইউপি সদস্য মনির উদ্দিন ময়ুর, মাসুম মোহাম্মদ ইউনুছ, দাউদ মানিক, সাজ্জাদ হোসেন শাওন, সাজ্জাদ হোসেন চৌধুরী, নুরুল হোসেন লিটু, মাষ্টার কবির আহমদ প্রমুখ। অনুষ্ঠনে প্রাথমিক চতুর্থ ও পঞ্চম শ্রেণি ও মাদ্রাসা পর্যায়ে এবতেদায়ী ৬৪ জন শিক্ষার্থী ট্যালেন্ট ও সাধারণ গ্রেড়ে বৃত্তি প্রদান করা হয়। বক্তারা বলেন, সমাজ ও শিক্ষার জন্য মরহুম আলহাজ্ব আব্দুল মাবুদ সওদাগরের অবদান অতুলনীয়। এর আগে চট্টগ্রামের আন্দরকিল্লা মহল্লা সমিতির উদ্যোগে কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল কদম মোবারক মসজিদে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মনসুর, মনজুর আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার
পরবর্তী নিবন্ধজঙ্গলখাইনে ৭শ অসহায় পেল চিকিৎসাসেবা ও ওষুধ সহায়তা