গাউসিয়া কমিটি ১১নং দক্ষিণ কাট্টলী শাখা : গাউসিয়া কমিটি বাংলাদেশ ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড শাখা উদ্যোগে ফাতেহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে সংগঠনের সভাপতি মুহাম্মদ মুসলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ আবদুল হাফেজ সঞ্চালনায় নছর উল্ল্যা জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। তকরির পেশ করেন নছর উল্ল্যা জামে মসজিদের খতিব এইচ.এম. ওমর আল ফারুক সরকার, পেশ ইমাম আলহাজ্ব জিল্লুর রহমান কুতুবী। বক্তব্য রাখেন উপদেষ্টা মুহাম্মদ আইয়ুব, ওয়ার্ডের সিনিয়র সহ–সভাপতি মুহাম্মদ আকবর মিয়া, সহ–সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হোসেন, সহ–সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ সোহেল, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল ইসলাম জিকু, মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ হোসেন সওদাগর, মুহাম্মদ কামাল পাশা, মুহাম্মদ নুর হোসেন, মুহাম্মদ জসিম উদ্দিন সওদাগর প্রমুখ।
আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া মহানগর শাখা : হযরত গাউসুল আযম আবদুল কাদের জিলানী (রহ.) আউলিয়ায়ে কেরামের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। দ্বীনি ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তিনি আল্লাহর নৈকট্য অর্জনে সক্ষম হন। তিনি যুগ যুগ ধরে বিশ্ব মুসলিমের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। গত ১৫ অক্টোবর আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া চট্টগ্রাম মহানগর শাখা’র উদ্যোগে পুরাতন টিএন্ডটি রোডস্থ খানকায়ে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া আলিয়ায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম এবং আল্লামা শাহসূফি মুহাম্মদ আজিজুল হক আল কাদেরীর (রহ) মাসিক ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশ্শান মিলাদ মাহফিলে ছিপাতলী দরবারে আজিজিয়া আলিয়া শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহ্সূফি অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী (মাঃজিঃআ) সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শাহজাদা মাওলানা গোলাম মঈন উদ্দীন আল কাদেরী সহ অসংখ্য আলেম, ওলামা, আশেক ভক্তগণের উপস্থিতিতে মিলাদ কিয়াম, তাবারুক বিতরণ ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।