আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে

প্রস্তুতি সভায় ডা. শাহাদাত

| বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সুপ্রিম কোর্ট বার নির্বাচনেও সরকার নগ্ন হস্তক্ষেপ করেছে। দেশে একদলীয় শাসন চলছে। সরকার মুখে গণতন্ত্রের বুলি শুনায়, কিন্তু সমস্ত কর্মকাণ্ড একদলীয় ও একপেশী। আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে নির্বাচন চলাকালে ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই সরকারকে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করতে হবে।

গতকাল বুধবার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবন মাঠে নগর বিএনপির উদ্যোগে আয়োজিত আগামী ১৮ মার্চ কেন্দ্রীয় ঘোষিত সমাবেশের প্রস্তুতি সভায় তিনি সভাপতির বক্তব্যে এ কথা বলেন। সভায় কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন বলেন, দেশের সবকিছু আজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকার কোনো কিছু সামাল দিতে পারছে না। রাষ্ট্র ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। তবুও সরকার জনগণের কথা ভাবছে না। দেশের মানুষের নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছে। এই সরকারে দয়া মায়া বলতে কিছুই নেই। এই নিষ্ঠুর সরকারের পতন হলেই জনগণ স্বস্তি পাবে।

মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর আগামী ১৮ মার্চ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশে ঐক্যবদ্ধভাবে যোগদান করে সমাবেশ সফল করার আহ্বান জানান। সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সি. যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, হারুন জামান, মো. আলী, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, মন্‌জুর আলম চৌধুরী মন্‌জু, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচনে জাতীয় পার্টি তিনশ আসনে প্রার্থী দিবে