আন্তর্জাতিক মাতৃভাষা বাঙালির

জাহানারা মুন্নী | মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

মায়েরভাষা রক্ষার নক্ষত্ররাজি জীবনকথা

উচ্চ শিরে শোষনের উত্তাপ মাড়িয়ে

রুখে দিয়ে চক্রান্তের উর্দু জোট

নামহীন অকুতোভয় শত নামে রচিত

সহস্রাব্দের কালির কলিতে লেখা

যুগে যুগে রচিত ৫২র বীরত্বগাথা।

আন্দোলন মিছিলে জীবন সমর্পণে যাঁরা

জন্মভূমির উত্তরসূরীদের তরে

দিয়ে গেছে এক ভুবন ইতিহাস অমর একুশে

গৌরব অলংকৃত বিস্তৃত প্রেরণার

রক্তে রঞ্জিত পূর্ব বাংলার বীর যোদ্ধারা।

পরাজিতের অপশক্তির ক্রমান্বয়ে ক্ষয়

রাষ্ট্র ভাষার মর্মে মর্মে চিত্তে রিত্তে তারুণ্যের শক্তি

বাংলার ঘরেবাইরে উনসত্তরের অভ্যুদয়

আজও বহমান নির্ভীক আশ্রয় অবিনশ্বর বাংলায়

হৃদয় হতে উৎসারিত অংকুরিত সেই ভিত্তি

আন্তর্জাতিক মাতৃভাষা বাঙালির বিশ্বপরিচয়।

পূর্ববর্তী নিবন্ধঅমর একুশে ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধধর্মহীনতা, ঈশ্বরবাদ এবং সাম্প্রতিক আমেরিকা