আনোয়ারায় বসতঘরে বনবিড়াল

চিড়িয়াখানায় হস্তান্তর

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২৮ এপ্রিল, ২০২১ at ৭:১৮ পূর্বাহ্ণ

আনোয়ারা চাতরি ইউনিয়নের মতি উল্লাহ মুন্সি বাড়ির বসতঘরে একটি বনবিড়াল ধরা পড়েছে। গত সোমবার মধ্যরাতে বিড়ালটি ধরা পড়ার পর গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক মো. আতিকুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।
যে ঘর থেকে বন বিড়ালটি উদ্ধার হয়েছে সে ঘরের বাসিন্দা তৌহিদুল আলম বলেন, আমার বড় ভাই মাস্টার শহিদুল আলম গত দুই বছর ধরে বন বিড়াল ঘরের ছাদে অবস্থান করছে বলে জানালেও এগুলো কারো ক্ষতি না করায় তেমন কোনো পদক্ষেপ নিইনি। কিন্তু সোমবার রাতে সেহেরির সময় মেছো বাঘের বাচ্চার মত বিড়ালটি দেখতে পেয়ে সবাই ভয় পেয়ে যাই। পরে বিড়ালটি জাল দিয়ে ধরে মঙ্গলবার দুপুরে স্থানীয় সুমন শাহ ও কোরবান আলী টিটুর সহায়তায় চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করি। চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক মো. আতিকুর রহমান সাংবাদিকদের জানান, এটি একটি বিরল প্রজাতির বনবিড়াল। বিলুপ্তপ্রায় এ ধরনের বিড়াল হিংস্র নয়। এটি আমরা দর্শনার্থীদের জন্য রাখব। আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, আনোয়ারায় দেয়াং পাহাড়ের জঙ্গলে মেছো বাঘ, বনবিড়াল, শেয়ালসহ হরেক রকম বণ্যপ্রাণি দেখতে পাওয়া যায়। এসব প্রাণি রাতে লোকালয়ে চলে আসে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে একবছরে ১৬০০ জনকে আইনি সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধদলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াতে হবে : কাদের