আনোয়ারায় বজ্রপাতে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

কাজ শেষে ফেরা হলো না বাড়ি

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ মে, ২০২১ at ৫:৪৯ পূর্বাহ্ণ

কাজ শেষে বাড়ি ফেরা হলো না নির্মাণ শ্রমিক মো. ইলিয়াছ (৪৫) ও আবুল কাশেমের (৪০)। বাড়ির একটু দূরে বজ্রপাত কেড়ে নিল তাদের দুইজনের প্রাণ। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় আনোয়ারার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া সাপমারা খালের স্লুইচ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইলিয়াছ স্থানীয় লালু মাঝি বাড়ির মৃত অছি মিয়ার এবং আবুল কাশেম একই এলাকার আজিজুর রহমানের ছেলে। ঘটনার দিন তারা দুজনে গহিরা বার আউলিয়া এলাকা থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পুলিশ রাত আড়াইটায় তাদের লাশ উদ্ধার এবং গতকাল দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরে প্রশাসনের পক্ষ থেকে নিহত দুজনের পরিবারকে কাছে ৪০ হাজার টাকা অর্থসহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ। নিহত ইলিয়াছের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) জানান, তার স্বামী পেশায় একজন রাজমিস্ত্রি। রোববার সকালে তিনি আবুল কাশেমকে নিয়ে গহিরা বার আউলিয়া এলাকায় কাজ করতে যান। সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি আরো জানান, সন্ধ্যা ৭টার পর ইলিয়াস মুঠোফোনে জানান তিনি একটু পরেই বাড়ি ফিরবেন। কিন্তু রাত ১০টার পরেও না ফেরায় ছেলে সুমন (১৭) তার বাবাকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে সে বটতলীর পশ্চিম বরৈয়া সাপমারা খালের স্লুইচ গেট সংলগ্ন বিলে তার বাবা ও সহকর্মীর নিথর দেহ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। পরে স্বজনরা খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে নিহত কাশেমের স্ত্রী জুলেহা বেগম (৩৫) জানান, তার স্বামী রাজমিস্ত্রির হেলপারের কাজ করেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) আনোয়ারা মো. হুমায়ুন কবির জানান, দুই নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করে যাবতীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম.এ. মান্নান চৌধুরী জানান, গতকাল বা’দ আসর জানাজার নামাজ শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনা আক্রান্ত কিনা জানা যাবে এক মিনিটেই
পরবর্তী নিবন্ধস্কুল-কলেজে ছুটি বাড়বে কিনা, জানা যাবে কাল