আনোয়ারায় হাসপাতালের এক্স-রে কক্ষ থেকে বিষধর সাপ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ এপ্রিল, ২০২৪ at ৬:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি বেসরকারি হাসপাতালের এক্সরে কক্ষ থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যরা। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সাপটি উদ্ধার করা হয়।

হাসপাতালের কর্মীরা বলেন, উপজেলার কালাবিবির দীঘির মোড় এলাকায় অবস্থিত হাসপাতালের এক্সরে কক্ষটি ভবনের নিচতলায়। গতকাল সন্ধ্যা সাতটার দিকে এক্সরে করাতে গিয়ে একটি শঙ্খিনী সাপ দেখেন কর্মচারীরা। ওই সময় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন, কীভাবে সাপটি বের করবেন। পরে খবর দেওয়া হলে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যরা রাত সাড়ে নয়টার দিকে সাপটি উদ্ধার করেন। সাপ উদ্ধারের পর তাঁরা জনগণকে সাপ না মারার জন্য সচেতন করেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বন্যহাতির হামলায় কৃষকের মৃত্যু, আহত ১