আদালতের নির্দেশ অমান্য করায় কাউন্সিলরকে তলব

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ জুন, ২০২২ at ১০:২১ পূর্বাহ্ণ

অর্থঋণের একটি মামলায় আদালতের নির্দেশের পরও ব্যাংক কর্তৃপক্ষকে ওয়ারিশ সনদ সরবরাহ না করায় নগরীর এক কাউন্সিলরকে তলব করেছেন আদালত। তিনি হলেন ডবলমুরিং থানাধীন পূর্ব মাদারবাড়ীর ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মো. মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

আদেশে বলা হয়, আগামী ৭ জুলাই সশরীরে হাজির হয়ে তিনি ব্যাখ্যা দিবেন। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৯ সালে হাজী মো. ইউসুফ সওদাগর নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ঋণের ৪৮ কোটি ৪৫ লাখ টাকা আদায়ের লক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড মামলাটি করেন।

একপর্যায়ে এ ব্যবসায়ী মৃত্যুবরণ করলে তার ওয়ারিশ সনদ চেয়ে আদালতের কাছে ব্যাংক আবেদন করে। মূলত এর উপর শুনানি শেষে ওয়ারিশ সনদ সরবরাহ করতে ওয়ার্ড কাউন্সিলরকে নির্দেশ দিয়েছিলেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামসহ ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস