আত্মশুদ্ধি

হানিফ রাজা | বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

মুমিন সবে রোজা রাখে

সারাটি দিন ধরে,

মাগরিবের ঐ আযান হলে

সবাই ইফতার করে।

শেষ প্রহরে সকল মুসলিম

সেহরি খেতে উঠে,

ফজরের ঐ আযান শুনে

মসজিদে যায় ছুটে।

সূর্যাস্তেরই আগে কেহ

খায় না দানা পানি,

পাঁচ ওয়াক্ত নামাজ করে

হুকুমটা যায় মানি।

আত্মশুদ্ধি রেখে তারা

চলে সংযম মনে,

কাল হাশরের মাঠে পাবে

পূণ্যের আমল ধনে।

পূর্ববর্তী নিবন্ধকোরআনের বাণী
পরবর্তী নিবন্ধঅগ্রনেতা