আতঙ্ক নয়, ভালোবাসায় হোক সবকিছুর জয়

জোনাকী দত্ত | শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

একটা শিশু যখন সংসারে বেড়ে উঠে তখন তার চারপাশের গুরুজনেরা যদি শাসনের নামে রক্ত চক্ষু দেখায় তখন শিশুটি আতঙ্কিত হয়ে পড়ে। সেখানে প্রয়োজন ভালোবেসে তাকে সুস্থ, সুন্দর জীবনের পথে এগিয়ে দেওয়া। এরপর সে যখন স্কুলে ভর্তি হয় তখন শিক্ষক ও তার সিনিয়ররা তার সাথে যদি শাসনের নামে ভয় দেখায় তাহলে তাদের প্রতি তার শ্রদ্ধাবোধ তৈরি হবে না। বরং সবসময় ভয়ে তাদের থেকে দূরে থাকতে চাইবে। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সে যখন প্রবেশ করবে তার পারিপার্শ্বিক অবস্থা থেকে সে বুঝতে পারবে হয়তো এখানে নিশ্চিন্তে স্বাধীনভাবে লেখাপড়া করতে পারবে। এখানে ও যদি কোন শিক্ষক বা সিনিয়র তার প্রতি খারাপ আচরণ করে তাহলে সে সম্মানের বদলে তাদের থেকে দূরে থাকতে চাইবে। তার মধ্যে সবসময় আতঙ্ক থাকবে। ফলে লেখাপড়ার ব্যাঘাত ঘটবে। এরপর যখন চাকরি জীবন শুরু হবে তার পূর্বের অভিজ্ঞতা থেকে সে শিক্ষা নিয়ে উপরের বসদের থেকে ভালো ব্যবহার আশা করতে পারবে না। তাই সব গুরুজন তথা বড়দের উচিত ছোটদের শাসনের পাশাপাশি ভালো ব্যবহার করা, ভালোবাসা দেওয়া। তবেই ছোটদের কাছ থেকে শ্রদ্ধা ও সম্মান পাবে। শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সামনের পথ চলা সুন্দর, সাবলীল ও আতঙ্ক মুক্ত করা আমাদের সকলের উচিত। শাসনের নামে ভয় দেখিয়ে তাদের আতঙ্কিত না করে ভালোবাসা দিয়ে জীবন গড়ার লক্ষ্যে সহায়তা করতে হবে। কারণ ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়।

পূর্ববর্তী নিবন্ধপরিবর্তিত এক বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি
পরবর্তী নিবন্ধহেদায়াত ও রিজিকের মালিক একমাত্র আল্লাহতায়ালা