পরিবর্তিত এক বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি

হেলাল চৌধুরী | শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

“অনেকে রাজার ছেলে হাতে পেয়েও তাকে মাটিতে ফেলে রাখে। আবার অনেকে মাটির পুতুলকেই রাজপুত্র সাজিয়ে নেয়।” এই কথাগুলো আমি যদিও প্রতিকী অর্থে বললাম, কিন্তু কথাগুলো চিরন্তন সত্য। সমস্যা আমাদের নিজেদেরই। আমরা হীরা আর কাঁচের তফাৎ বুঝিনা। আমাদের কাছে লয়ালিটি মানে…. “ওর যাওয়ার কোন জায়গা নাই।” আমরা ছাতা দিয়ে মাথার বিচার করি। কার মাথার উপর ছাতা ধরেছে কেউ, সেটা দেখে তার মর্যাদা নির্ধারণ করি। শরীরের পোশাক দেখে আমরা তার ফ্যামিলি স্ট্যাটাস আর বংশমর্যাদা নির্ধারণ করি। ইকুয়াল অপরচুনিটির কথা বলে আমরা মুড়ি-মিচ্ছিরি একদর করে ফেলি। শুধুমাত্র প্রপারলি এক্সপ্লোর করা হয়না বলে বহু টেলেন্ট যত্নের অভাবে নষ্ট হয়ে যেতে দেখেছি। আমরা অনেক সুযোগ ও সম্ভাবনাকে নষ্ট করে ফেলি শুধুমাত্র সঠিকভাবে এবং সঠিক সময়ে ব্যাবহার করতে জানিনা বলে।
যার দশজন মানুষকে পরিচালনার ক্ষমতা আছে, তাকে আমরা ওই দশজনেরই একজন বানিয়ে আন্ডারইউটিলাইজড করে ফেলে রাখি। আমরা আশায় থাকি… কেউ একজন আসবে, যে অন্য অনেকের মতো হবেনা, যার হাত ধরে দিন বদলের পালা শুরু হবে। দিন বদলাবে। হয়তো কেউ একজন আসেও। কিন্তু আমরা একসময় অবাক হয়ে লক্ষ্য করি…. যার হাত ধরে পরিবর্তনের সূচনা হবার কথা ছিলো, যার হাত ধরে দিন বদলের পালা শুরু হবার কথা ছিলো… সে নিজেই বদলে গেছে। এরকম অসংগতির উদাহরণ হাজার হাজার আছে। লিখে শেষ করতে পারবোনা। কিন্তু কি হবে লিখে? কিছুই হবেনা জানি। তবুও লিখি। বুকের গভীরতম কোন স্থানে এখনো পরিবর্তিত এক বাংলাদেশ দেখার স্বপ্ন “আশা” নামের কোরামিন নিয়ে বেঁচে থাকার শেষ চেষ্টা করছি।

পূর্ববর্তী নিবন্ধহায়রে তেল! তেলের তেলেসমাতিতে জনজীবনে অস্বস্তি
পরবর্তী নিবন্ধআতঙ্ক নয়, ভালোবাসায় হোক সবকিছুর জয়