আজ সুখবসন্ত হবে

ডা. প্রণব কুমার চৌধুরী | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২৮ পূর্বাহ্ণ

বারোমাস করি প্রেম, বসন্ত থাকে না
থাকলেও সবদিন হয় না বসন্ত
যখন পুরো বার্ষিক গতি ঘুরে সবুজ প্রকৃতি
আনে পঞ্চশর মধুর মিলন
ভাঙাগ্রাম, রাস্তা-ঘাট খোঁড়াখুঁড়ি অবিরাম
কোথায় তরু-পলাশ শিমূল অশোক কৃষ্ণচুড়া
সাধ্যে না এমন, হাতে কোকিল পঞ্চম এনে
বললাম-‘দেখো এসেছে’।

খোলা চোখে কোথাও পাবে না বসন্ত
পেলেও জানে না বন্দি
উড়ুউড়ু বাতাসে মধু , সুর তোলে বাঁশি
পাশে যেতে লেগেছে কি লাগেনি হিন্দোল ছোঁওয়া
নিমেষ ফাগুন দৃষ্টি
হৃদিরঞ্জন চৈতী নদী জলে
দোল পূর্ণিমার চাঁদনিশি অনুরাগ আবীর
রাতুল যৌবন-আজ সুখবসন্ত আজ হবে

পূর্ববর্তী নিবন্ধঅবয়ব
পরবর্তী নিবন্ধবর্ণমালার মাঠে