আজও ফিরেনি তারা

আনন্দমোহন রক্ষিত | বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৭:৩৮ পূর্বাহ্ণ

দূরান্তে ডাকছে কেউ
হিংস্রতার আড়ালে অসহায়
চলন্ত মানুষের স্রোত
ভয়ার্ত জীবন, হন্তরক ছুটছে পিছনে।

পঁচিশে মার্চ ১৯শ একাত্তর!
দারুণ দুঃসময় আগলে ধরেছে।
আর্তনাদে বুক ভাঙে
দীর্ঘশ্বাসের ঢেউ পাড় ভাঙে নদীর
জীবনের জমিতে উলু-খড়,
কাশফুল মিশে জমির জরায়ুতে
নতুন করে জন্ম নেবে শহীদের রক্ত বীজ
কবর হতে লাল সবুজের নরম মাটিতে।

বাতাসে লাশের ঘ্রাণ শুঁকতে শুঁকতে
শস্য ভারে নত ওই মাটির বিছানায়
শুয়ে থাকি কী এক অপূর্ব আস্বাদে।
মাটিতে যাদের দেহ শুয়ে আছে
সূর্যের আলো খুঁজে পায়নি তাদের
আজও ফিরেনি তারা অপেক্ষমান স্বজনের কাছে?

পূর্ববর্তী নিবন্ধচৈত্রের কাফন
পরবর্তী নিবন্ধবজ্রকণ্ঠের চূড়ান্ত নির্দেশিকা