সীমান্তের শকুন

খুরশীদ আনোয়ার | বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৭:৪০ পূর্বাহ্ণ

আমি এখন ছন্দহীন কাঁটা তারের ওপর লটকে
আছি। শরীরের প্রতিটি লোমের শীর্ষদেশ থেকে
অনেক সময় ধরে ঝরছিলো রক্ত। অবশিষ্ট সব
রক্তজল ঝরে গিয়ে বাকি জমাট বাঁধা কালো
নিগ্রোরঙ প্রলম্বিত রক্তের সঙ্গিন
সীমান্ত সৈনিকদের কিছু বলতে চায়। আমি আজ
দু’দিনের মৃত এলবেট্রস ।

ওরা ভাবছে মৃতের কী বা করবার থাকে। এই
আর একটা দিন পরেই শকুনেরা এসে চঞ্চুর
আঘাতে আঘাতে আমাকে উদরস্ত করবে।
অতঃপর আমি ভাগাভাগি হয়ে এক একটি
শিকারি শকুন হয়ে উঠবো।
শকুনসংসারের আমরা প্রত্যেক সদস্য এতদিন
মরা খেয়েছি , এখন জন্মের অভ্যাস বদলে
আমরা জীবন্ত সীমান্ত প্রহরী খাবো, কারণ যারা
আমাকে গুলিবিদ্ধ করেছে তারা জানত

এপার আর ওপার বলতে কী বোঝায়
আমি কোনদিন ঠাহর করতে পারি নি। এখন
খাকি মানুষগুলোকে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
সীমান্ত পারাপার করবো।

দেখি , আমাকে ঠেকাই কে ?

পূর্ববর্তী নিবন্ধমূঢ়
পরবর্তী নিবন্ধকরোনাকালের পহেলা বৈশাখ : বিবর্ণ উৎসব