আজই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৫ মার্চ, ২০২৪ at ৪:৩৯ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি সিরিজ হারের বদলা নিতে দারুণ সুযোগ এসেছে টাইগারদের সামনে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতেছে তারা। আজ শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এ ম্যাচেই সিরিজ জয় করে নিতে চায় টাইগাররা। তাই জয়ের লক্ষ্য নিয়ে আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। বুধবার রাতে ম্যাচ শেষ হওয়াতে গতকাল ঐচ্ছিক অনুশীলনে ছিলেন ক্রিকেটাররা। মাত্র ৬জন অনুশীলন করতে মাঠে এসেছিলেন। বৃষ্টির কারণে সেটাও ঠিকঠাক করা যায়নি। দুপুর থেকেই চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে। ফলে ঐচ্ছিক অনুশীলনে আসা ক্রিকেটারদের মন খারাপ করেই হোটেলে ফিরতে হয়। এই ম্যাচ দিয়ে স্বাগতিকরা যে সিরিজ জিততে মরিয়া সেটাই বৃহস্পতিবার শুনিয়ে গেছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক ভিডিওতে বলেছেন, ‘আমরা অনেক আশাবাদী সিরিজ জয়ের ব্যাপারে। ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। এখন এটা তো জিতে গেলাম। আরও দুটো ম্যাচ আছে, পরের ম্যাচটাই মূল লক্ষ্য। প্রথম ওয়ানডেতে লঙ্কানদের উড়িয়ে দিয়ে বাংলাদেশ ম্যাচ জিতে। শুক্রবার জিতে সিরিজ নিশ্চিতের পর লঙ্কানদের হোয়াইটওয়াশ করার পরিকল্পনা টাইগারদের। এই পেসার আরও জানান, ‘এটা যদি জিততে পারি, তখন হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। পরের ম্যাচটাই মূল ফোকাস থাকবে এবং আমার বিশ্বাস, সিরিজ জিতবো।’

প্রথম ম্যাচে শুরুতে কিছুটা ছন্নছাড়া বোলিং করলেও মিডল ও ডেথ ওভারে দারুণ বোলিং করেন তাসকিন। শুধু এই পেসারই নন, বাংলাদেশের বাকি দুই পেসার শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবও দারুণ বোলিং করেছেন। ১০ উইকেটের মধ্যে ৯টিই নিয়েছেন তিন পেসার। নিজেদের বোলিং নিয়ে সন্তুষ্টির কথা ঝরে তাসকিনের কণ্ঠে। শান্তর এমন ইনিংসের প্রশংসা করে তাসকিন বলেছেন, ‘দারুণ ব্যাট করেছে। সামনে থেকে নেতৃত্ব দেওয়া যাকে বলে। এত সুন্দর করে মানিয়ে নিয়ে শেষ করেছে, মাশআল্লাহ। আল্লাহ আরও ভালো করাক এবং সামনের ম্যাচগুলোতেও যেন আমাদের সবার অবদান ভালো থাকে, এটাই চাওয়া থাকবে।’ সব মিলিয়ে শ্রীলংকার বিপক্ষে ৫৫ ম্যাচের মধ্যে ১১টিতে জয় ও ৪২টিতে হেরেছে বাংলাদেশ। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধকুতুবদিয়ায় জাহাজ ও সন্দ্বীপে ট্রলারে ডাকাতি