আচরণবিধি লঙ্ঘন : ঈদগাঁওয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ সাত জনকে জরিমানা

ঈদগাঁও প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ এপ্রিল, ২০২৪ at ৯:৫০ অপরাহ্ণ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার বিভিন্ন অভিযোগে ৩ চেয়ারম্যান পদপ্রার্থীসহ ৭ জনকে বিভিন্ন অংকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

১৮ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ২ টা থেকে রাত ৮টা পর্যন্ত ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নির্বাচনী এলাকায় পরিদর্শন করেছে। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম, ফখরুদ্দিন কাজল ফরাজী, মোহাম্মদ সাইফুদ্দিন, সাধারণ সদস্য জুনায়েদ হোসেন জিকু, কামাল হোসেন রফিকুল ইসলাম ও সংরক্ষিত নারী সদস্য সাবিয়া আক্তারকে সর্বমোট ১৩ তের হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ুন কবীর।উল্লেখ্য আগামী ২৮ এপ্রিল ঈদগাঁও উপজেলার ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও ইউনিয়নের বহুল কাঙ্ক্ষিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঙ্গিতে সাবলম্বী ফটিকছড়ির বেলাল
পরবর্তী নিবন্ধজাহাজ থেকে তেল নামাতে গিয়ে সাম্পানে আগুন, কর্ণফুলীতে ২ জন দগ্ধ