‘আগস্ট ১৯৭৫’ দিয়ে পর্দা উঠছে সিনেমেকিং উৎসবের

| রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১১:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে ‘সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১’-এর পর্দা উঠছে আগামীকাল সোমবার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং সভাপতিত্ব করবেন মঞ্চসারথি আতাউর রহমান। খবর বাংলানিউজের। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে উৎসবে প্রদর্শিত হবে মো. সেলিম খান পরিচালিত ও প্রযোজিত ‘আগস্ট ১৯৭৫’। আগামী বৃহস্পতিবার (৬ জানুয়ারি) উৎসবটির পর্দা নামবে। সমাপনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। সভাপতিত্ব করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ পাচ্ছে শানুর বই
পরবর্তী নিবন্ধপ্রাপ্তি অপ্রাপ্তির ভাবনা নেই মমর জীবনে