আইয়ুব বাচ্চুর স্মরণে ‘পিছুটান’

| সোমবার , ৪ জুলাই, ২০২২ at ৯:০০ পূর্বাহ্ণ

বাংলা ব্যান্ড সংগীতের উজ্জ্বল নক্ষত্র আইয়ুব বাচ্চু। প্রয়াত এই তারকার স্মরণে কণ্ঠে গান তুললেন নবীন গায়ক শামসুল হক। গানের শিরোনাম ‘পিছুটান’। লিখেছেন এম ইমরান। গানটির সুর ও সঙ্গীত করছেন গায়ক তৌসিফ আহমেদ। সমপ্রতি তৌসিফ আহমেদ সুযোগ না পাওয়া নবীন গায়কদের জন্য ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন। আর এমন সুযোগ লুফে নিলেন শামসুল। তিনি গানের শুভ সূচনা করতে চান নিজের প্রিয় গায়ক আইয়ুব বাচ্চুকে স্মরণ করে। খবর বাংলানিউজের।
শামসুল বলেন, ছোট বেলা থেকেই আইয়ুব বাচ্চু আমার খুবই প্রিয় শিল্পী। অনেক দিনের ইচ্ছে ছিল গান করার। অবশেষে সেই সুযোগ করে দিলেন তৌসিফ ভাই। এমন সুযোগের শুরুতেই স্মরণ করছি কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে। আর চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ দিয়ে গাইতে। কতটুকু পেরেছি তা দর্শক ভালো বলতে পারবেন। তৌসিফ বলেন, নতুনদের জন্য ব্যতিক্রম একটি উদ্যোগ নিয়েছি। তাদের মধ্যে অন্যতম একজন শামস। তার গায়কী খুবই ভালো। আশা করছি, শামসের প্রথম গানটি সবার ভালো লাগবে। জানা যায়, অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর মিউজিক ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে গানটি মুক্তি পাবে।

পূর্ববর্তী নিবন্ধঈদে ইমরানের ‘ঘুম ঘুম চোখে’
পরবর্তী নিবন্ধরাষ্ট্রীয় অতিথি হিসেবে হজে গেলেন শোয়েব