আইসিইউতে পাঁচ বিভাগের সমন্বয়ে চলছে রক্তিমের চিকিৎসা

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

দুই হাসপাতাল বদল করে বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন পিকআপচাপায় গুরুতর আহত রক্তিম শর্মা। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর জ্ঞান ফেরানোর লক্ষে পাঁচটি বিভাগের সমন্বয়ে (নিউরো, মেডিসিন, আইসিইউ, অর্থোপেডিক ও রেসপেরিটরি) চিকিৎসাসেবা চালাচ্ছেন বলে নিশ্চিত করেছেন।
এদিকে স্ত্রী সুমনা শীল ও একমাত্র শিশুপুত্র ঋদ্ধি শীল হাসপাতালে রক্তিমের শয্যার কাছে অপেক্ষায় আছেন কখন পূর্বাবস্থায় ফিরবে। সুমনা শীল তাঁর স্বামীর সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। যেভাবেই হউক স্বামীকে জীবিত ফেরত চান তিনি। এজন্য হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তাও কামনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধতদন্তকারীদের পেশাদারিত্বে আর ভরসা পাচ্ছে না পরিবার
পরবর্তী নিবন্ধহৃদয়বিদারক