আইপিএল সম্প্রচার স্বত্বের মূল্য ৪৩ হাজার ৫০ কোটি রুপি

| মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:০৩ পূর্বাহ্ণ

 

২০১৭ সালে ম্যাচ প্রতি আইপিএলের সমপ্রচার স্বত্ব বিক্রি হয়েছিল ৫৪ কোটি রুপি। ২০২২ সালে এসে আইপিএলের ম্যাচ প্রতি সমপ্রচার স্বত্বের মূল্য দাঁড়িয়েছে ১০৫ কোটি রুপি। ২০২৩ থেকে ২০২৭ মোট পাঁচ মৌসুমের আইপিএলের ডিজিটাল সমপ্রচার স্বত্ব নিলাম ৪৩ হাজার ৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। আইপিএলের ডিজিটাল সমপ্রচার স্বত্বের এই নিলামে অংশ নেয় ভিয়াকমরিলায়েন্স, জি, ফান এশিয়া, সুপার স্পোর্ট, টাইমস ইন্টারনেট। কিন্তু মূল লড়াইটা ছিল ডিসনি স্টার ও সনির মধ্যে। লড়াইয়ে বিজয়ীর নাম সনি। নিলামে তারা ৪৩ হাজার ৫০ কোটি রুপি বিড করে। গণমাধ্যমগুলো জানিয়েছে ৪৩ হাজার ৫০ কোটি রুপির যে প্রস্তাবনা সেটা ২০২৩ থেকে ২০২৭ সালের জন্য পাঁচ বছরের প্যাকেজ ‘এ’ ও ‘বি’র সমপ্রচার স্বত্বের যোগফল।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ও প্রথম বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী দলসমূহের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধওয়ানডে র‌্যাংকিংয়ে ভারতকে পেছনে ফেললো পাকিস্তান