অ্যাডভোকেট জানে আলম ছিলেন মানবতাবাদী ব্যক্তিত্ব

শোকসভায় বক্তাদের অভিমত

| বৃহস্পতিবার , ১১ নভেম্বর, ২০২১ at ৯:১১ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জানে আলমের মৃত্যুতে এক শোকসভা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ৩নং মিলনায়তনে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির চট্টগ্রাম জেলার সভাপতি সিনিয়র অ্যাডভোকেট শম্ভুনাথ নন্দীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অপূর্ব চরণ দাশ, সহ-সভাপতি অ্যাডভোকেট অমল চক্রবর্তী, শোকসভা প্রস্তুতি কমিটির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, অ্যাডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিত, অ্যাডভোকেট শৈবাল আদিত্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, অ্যাডভোকেট মুজিবুল হক, অ্যাডভোকেট সালাউদ্দিন হায়দার সিদ্দিকী, রতন রায়, ইফতেখার সাইমুল চৌধুরী, আবু মোহাম্মদ হাশেম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ.এইচ.এম জিয়াউদ্দীন, অশোক কুমার দাশ, আবদুর রশিদ, মুজিবুর রহমান ফারুক, এম.এ. নাছের, ওমর ফারুক শিবলী, দুলাল দেবনাথ, ফারহানা আলম এনি। শোকসভার সঞ্চালনা করেন অ্যাডভোকেট রক্তিম চন্দ্র নাথ। এতে বক্তারা বলেন, অ্যাডভোকেট জানে আলম ছিলেন একজন অসাম্প্রদায়িক ও মানবতাবাদী ব্যক্তি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপি কে হালদারের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
পরবর্তী নিবন্ধএম এ রশীদ স্মরণে নগর আ.লীগের সভা