অ্যাডভেঞ্চার অব সুন্দরবন পরীমনির এখন মনে হচ্ছে, কাজটা কঠিন ছিল

| বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৪১ পূর্বাহ্ণ

মুক্তির পর দ্বিতীয় সপ্তাহের মত সিনেমা হলগুলোতে চলছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, যেখানে উঠে এসেছে সুন্দরবনে নৌবিহারে গিয়ে একদল শিশুর ডাকাতদের কবলে পড়া এবং তাদের উদ্ধারের গল্প। অধ্যাপক জাফর ইকবালের ‘রাতুলের দিন রাতুলের রাত’ উপন্যাস অবলম্বনে তৈরি সিনেমায় একঝাঁক শিশুর সঙ্গে কাজ করেছেন চিত্রনায়িকা পরীমনি, বইয়ের গল্পের চরিত্রের সঙ্গে নিজেকে মিলিয়ে অভিনয়টা ‘কঠিন ছিল’ বলেই এখন তার মনে হচ্ছে।

পরীমনির কথায়, শিশুদের মেইনটেইন করা, তাদের থেকে অভিনয় বের করে আনা অনেক কঠিন। যখন শুটিং করেছি, বুঝিনি। স্ক্রিনে দেখার পর মনে হয়েছে এই কাজটা অনেক টাফ ছিল। খবর বিডিনিউজের।

সিনেমা দেখার পর অধ্যাপক জাফর ইকবালও প্রশংসা করেছেন বলে জানান অভিনেত্রী। অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নিয়ে চ্যালেঞ্জ কী ছিল? পরীমনি: শিশুদের মেইনটেইন করা, তাদের থেকে অভিনয় বের করে আনা অনেক কঠিন। জাফর ইকবাল স্যার নিজেও এটা বলেছেন। আমরা যখন শুটিং করেছি, বুঝিনি।

পূর্ববর্তী নিবন্ধসুমির নতুন গান প্রকাশ্যে
পরবর্তী নিবন্ধবদলে যাওয়া এক গ্রামের গল্প