অহংকার থেকে দূরে রাখতে হবে নিজেদের

জি এম শহীদ | বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

পৃথিবীতে কত সংখ্যক মানুষেরা রাস্তায় এলোমেলো ঘুরে ফিরে, কোনদিকে সূর্য উঠে আর কোনদিকে সূর্য ডুবে তার কিছুতে কিছুই জানা নেই। জানা নেই খাবার এর, জানা নেই পোশাক এর, জানা নেই পরিবার পরিজন এর, এমনকি নিজের! পৃথিবীতে এমন মানুষের সংখ্যা মনে হয় কোটি থেকে কোটি ছড়াবে। এরাও আমাদের মতো রক্ত মাংসে মানুষ, শিরায় লাল প্রবাহ বিদ্যমান। তফাৎ শুধু একটাই এদেরকে আল্লাহ পাক মানব সমাজের স্বাভাবিক জীবন যাপনের পন্থা তাদের মধ্য থেকে তুলে নিয়েছেন, অর্থাৎ জ্ঞান তুলে নিয়েছেন, যার জন্য সচারাচর মানুষেরা এদেরকে পাগল বলে থাকেন। কাউকে অহেতুক অবজ্ঞা করার কিছু নেই, কারণ এই পৃথিবী হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। একটা বাগানে সব গাছ একরকম হয়না, একেকটি গাছ একেকরকম, ডালপালা থেকে পাতা পর্যন্ত, এমনকি উঁচু নিচু সব কিছু। গাছের রাজ্যে ইউকালেক্টর আকাশির উচ্চতা অনেকটা তুঙ্গে তাই বলে অন্য গুলো গাছ নয় কি ? মানুষেরাও তেমন মানসিক ভারসাম্য হীন মানুষ হোক, মানসিক পরিপূর্ণ হুঁশে ছাপ্পান্ন ওয়ালা হোক সবাই মানুষ। কোনমতেই মানুষকে ছোট করে দেখার সুযোগ নেই। সে যতবড় ফ্যাকাসে হোক কিন্তু তার মমতাময়ী মায়ের কাছে, কলিজা সম। নিজের সচক্ষে এমন এমন সময়ও দেখেছি শত শত ধনের বিত্তশালী মানসিক ভারসাম্য হারিয়ে পৃথিবী হতে বিদায় নিতে, আবার এমন সময় ও দেখেছি সমাজের একদম পিছিয়ে পড়া সেই ফ্যাকাসে ছেলেটাই বিশ্ব জয় করেছে, রাজি করেছেন রবকে শেষ দিবসে বিদায়টাও সুন্দর কালিমা পড়ে। কাকে কোন সময়ে কিসে পরিণত করে এটা একমাত্র রাব্বুল আলামিন ভালো জানেন। আমাদের অহংকার থেকে দূরে রাখতে হবে নিজেদের অন্যতায় কোন সময়ে কি হয় একমাত্র মওলায় ভালো জানেন।

পূর্ববর্তী নিবন্ধমশার যন্ত্রণায় অতিষ্ঠ হালিশহরবাসী
পরবর্তী নিবন্ধপ্রসঙ্গ চাক্তাই খাল