অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ প্রধান তোহাসহ দুই জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে টেকনাফ শালবাগান ক্যাম্প-২৬ এর ব্লক-ই/৩ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে শালবাগান ২৬ নং ক্যাম্পের ব্লক-এ/৩ এর নূর মোহাম্মদের ছেলে তোহা (২৩) ও নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সির মো. আবুল ফয়েজের ছেলে মো. আব্দুল্লাহ। কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শালবাগান এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স টেকনাফ শালবাগান ২৬ ক্যাম্পের ই/৩ ব্লকে অভিযান পরিচালনা করে। এ সময় শালবাগান ২৬ নং ক্যাম্পের ব্লক-এ/৩ এর নূর মোহাম্মদের ছেলে তোহা (২৩) ও নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সির মো. আবুল ফয়েজের ছেলে মো. আব্দুল্লাহকে তাদের নিকট থাকা একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার করা হয়। অভিযানকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৬/৭ জন ডাকাত পালিয়ে যায়। কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, গ্রেপ্তারকৃত তোহা ক্যাম্প এলাকার সক্রিয় সন্ত্রাসী গ্রুপ তোহা বাহিনীর প্রধান। গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় প্রেরণ ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিজয়ের ৫০ বছরে আমাদের যত অর্জন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে শিশু পরিবারে অভিভাবক সমাবেশ